নিজস্ব প্রতিবেদক|| যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অভিযানে, শনিবার(১৬সেপ্টম্বর) ভোর সাড়ে চার টার দিকে,চৌগাছা থানার চাঁনপুর মোড় থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছেন।
ডিবি সূত্র জানায়, এস আই মোঃ সোলায়মান আক্কাস,এস আই কাজী আবুল মান্নান ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের নেতৃত্বে ডিবির একটি টিম চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে চৌগাছা টু ঝিকরগাছা গামী চাঁনপুর মোড়ে অজ্ঞাতনামা পলাতক আসামিদের ফেলে যাওয়া দশ কেজী মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।
যার আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা। এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।