স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সহ-সভাপতি সাথী তালুকদার
ও বাঘারপাড়া উপজেলা সাংবাদিক নেতার অকাল মৃত্যুতে বি এম এস
এস এর আয়োজনে নড়াইলের মির্জাপুর বাজারে স্মরণ ও শোক সভা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর
বাজার সংলগ্ন অফিসে অনুষ্ঠিত শোক সভার সভাপতিত্ব করেন
সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের
সভাপতি নজরুল ইসলাম মল্লিক। সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান
খন্দকার আছিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সুমন সরদার,
বি এম এস এস এর বাঘারপাড়া কমিটির সাধারণ সম্পাদক মো.
তরিকুল ইসলাম, লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি জহিরুল হক
মিলু,ফুলতলা উপজেলা কমিটির সহ সম্পাদক ও জেলা কমিটির যুগ্ন
সম্পাদক মো.ওয়াজেদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক
জাকির হোসেন হৃদয়,গোলাম কিবরিয়া, ফুলতলা কমিটির নেতা তরিকুল
ইসলাম টলার, আব্দুল্লাহ আল মামুন, অয়ন তালুকদার সহ বিভিন্ন জেলা-
উপজেলার শতাধিক সাংবাদিকবৃন্দ। সভা শেষে দোয়া পরিচালনা করেন
হাফেজ মাওলানা মো. আবুল হোসেন।