রুবেল দিনাজপুর প্রতিনিধি
চলতি বছরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত খানসামা ও চিরিরবন্দর উপজেলার ৩০৪ জন কৃতি শিক্ষার্থীকে চিরিরবন্দর কমিউনিটি সেন্টারে এবি ফাউন্ডেশনের বর্ণিল আয়োজনে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে এবি ফাউন্ডেশনের সদস্য ডা. শামীমা আমজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কামরুজ্জামান ও গেস্ট অব ওনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি মাতা আমেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারন সম্পাদক আব্দুল আলিম সরকার, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল (অব.) কাজী সাহাবুদ্দিন, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত কুমার রায় ও সদস্য আজমত হোসেন সৈকতসহ এবি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।