1. admin@gangchiltv.com : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা নড়াইলের জঙ্গলগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ পটুয়াখালীতে কমলাপুরে চাদাবাজদের বিরুদ্ধে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন নড়াইলের পেড়লী যুবলীগ কর্মী আজাদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সরকারের উন্নয়ন মূলক কাজ জনগনের মাঝে তুলে ধরার লক্ষে মুক্তিযোদ্ধাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে; সাবেক মন্ত্রী শাজাহান খান। যশোরে ডিশ বাবুর বিরুদ্ধে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে মারপিটের অভিযোগ নড়াইল কালিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়  দুই সাংবাদিকের মৃত্যুতে নড়াইলে স্মরণ ও শোক সভা অনুষ্ঠিত।

অভয়নগরে এসএএফ মিলে শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬২ বার পঠিত

 

মতিন গাজী নিজস্ব সংবাদদাতাঃ

যশোরের অভয়নগরে এসএএফ ইন্ডাস্ট্রিতে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার তালতলায় অবস্থিত এসএএফ ইন্ডাস্ট্রিতে দিনব্যাপী এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম বারের মতো এ মিলে শ্রমিক ইউনিয়ন নিবর্বাচন হওয়ায় ভোটারদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ উদ্দীপনা। ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে শুরু করে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গনণা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ১২টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দিকে ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উৎসমুখর পরিবেশে আয়োজিত নির্বাচনে ৩৮০ জন ভোটারের মধ্যে ৩৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শ্রমিকদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের মোঃ হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতিকের কওসার আলী ১০৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতিকের ইফতিয়ার হোসেন ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রানা মিয়া পেয়েছেন ১১৮ ভোট। কার্যকরী সভাপতি পদে ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাকারিয়া শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহাজুল ইসলাম পেয়েছেন ১৩৭ ভোট। সহ সভাপতি পদে টেবিল প্রতিকের রানা মোল্যা ও ঠেলাগাড়ী প্রতিকের নাসির উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকের ফারুক হোসেন ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন ১৭৮ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বাস প্রতিকের মফিজুর রহমান ও টেবিল ফ্যান প্রতিকের মফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীকের রফিকুল ইসলাম ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল ১৫৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মাইক প্রতিকের সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে হাতি প্রতীকের মোঃ হেমায়েত হোসেন ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাদ আলী ১৬৮ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে বেবি ট্যাক্সি প্রতীকের সাইফুল ইসলাম ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান ১৪২ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে ট্রাক প্রতীকের সোহেল শেখ ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদশা ৯২ ভোট পেয়েছেন।


কার্যনির্বাহী সদস্য পদে তারা প্রতীকের গুলশানারা খাতুন ২৯১ ভোট ও রাসেল আহম্মেদ ২২৭ ভােট পেয়ে যৌথভাবে বিজয়ী হয়েছেন। বিকাল সাড়ে পাঁচটায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ খালিদ হাসান ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর শ্রমিকদেরকে বাধবাঙ্গা উল্লাস করতে দেখা যায়। এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • রবিবার (দুপুর ১:৫২)
  • ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  গাঙচিল টিভি
Theme Customized By Shakil IT Park