মোঃ আব্দুল হাই জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে মেয়াদউত্তীর্ণ, রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষন এবং ড্রাগ লাইসেন্সবিহীন দোকান পরিচালনা করায় ৫ ফার্মেসিকে ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ আগষ্ট) বিকালে উপজেলার মোলামগাড়ী হাটে এ অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র নেতৃত্বে এবং জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোকছেদুল আমিন এর সহায়তায় ও কালাই থানা পুলিশ এর সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জান্নাত আরা তিথি বলেন, ড্রাগ এক্ট ১৯৪০ এর ১৮ ও ২৭ এর ধারায় পাঁচটি ফার্মেসিকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোঃ মোঃ আব্দুল হাই
জয়পুরহাট
০১৭৬৬৭৩০৮৬১
২৩/০৮/২৩