মোঃ আব্দুল হাই জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে আটক করেছে কালাই থানা পুলিশ।
গত ২০ আগস্ট রবিবার ২০২৩ তারিখে গ্রামের বাড়িতে আসলে কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আলবারীর দিক নির্দেশনায় এস আই জাহিদুল ইসলাম. এস আই শাহাজান আলীসহ সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়ি গিয়ে হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলামকে আটক করে কালাই থানায় নিয়ে আসে ।
আটককৃত আসামী হলেন কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা গ্রামের মৃত আবুবক্কর এর ছেলে আনারুল ইসলাম।
কালাই থানা অফিসার ইনচার্জ জানান জিন্দারপুর ইউনিয়নের এলতা গ্রামের মৃত আফজাল হোসেন সরকারের ছেলে আব্দুল ওয়াহেদ এরা দুজন বন্ধু আব্দুল ওয়াহিদ কে মোবাইল ক্রয় করে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আনারুল ইসলাম তার বন্ধু ওয়াহেদ এর মাথায় স্বজরে আঘাত করলে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।
গত ৩০/ ৭ /২০১০ ইংরেজি তারিখ দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে পুনট ইউনিয়নের পুনট দেওগ্রামের রাস্তার মাঝখানে ।
পরেরদিন ভিকটিমের বাবা আফজাল হোসেন সরকার বাদী হয়ে কালাই থানায় গিয়ে আনারুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি কালাই থানা থেকে জয়পুরহাট জজ আদালত প্রেরণ করেন ।
যার জি. আর নং ৬৪/১০ জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতে হত্যাকারী উক্ত আনারুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয় এবং সেই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বৎসরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ রায় এর পর থেকে আনারুল ইসলাম তার বাড়ি থেকে পালিয়ে গিয়ে দীর্ঘ ১৩ বছর ঢাকায় আত্মগোপনে ছিলেন
গত ২০ আগস্ট রবিবার ২০২৩ তারিখে গ্রামের বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই তাকে গ্রেফতার করে কালাই থানা পুলিশ এরপর ২১আগস্ট ২০২৩ তারিখ তাকে জয়পুরহাট জেল হাজতে পাঠানো হয়েছে এ খবর নিশ্চিন্ত করেছে কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আলবারী ।