স্টাফ রিপোর্টার অভয়নগর( যশোর)
অভয়নগরে স্কুলগামী শিশুদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক শাফিয়া খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রনিউল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আহম্মদ আলী, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, সাংবাদিক তাওহীদ হাসান উসামা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তমিজ উদ্দিন গাজী।