নিজস্ব প্রতিবেদক!!
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নে বিভিন্ন সাংগঠনের পক্ষ থেকে জাতীয় শোকদিবস পালন করা হয়।
মঙ্গলবার (১৫ই আগস্ট)যশোর সদরের বসুন্দিয়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বসুন্দিয়া মোড়স্থ্য কার্যালয় চত্বরে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকাল থেকে কুরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার এবং যোহর বাদ দোয়া ও মোনাজাত অতপর খিচুড়ি বিতরণ করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসরাম খান রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগাঠনিক সম্পাদক মোঃ হারুনর রশীদ, ত্রান ও সমাজকল্যান সম্পাদক মোঃ আজিজুর রহমান, ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য রোকেয়া সিদ্দিকী রীতা, প্রেসক্লাব বসুন্দিয়ার নেতৃবৃন্দ, পল্লী বিদ্যুৎ বিভাগের বসুন্দিয়া অঞ্চলের ইনচার্জ তারেক মাহবুব সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বসুন্দিয়া মোড় হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাঃ আলহাজ্জ্ব আব্দুস সাত্তার।
যশোর সদরের ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগ,বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের অডিটরিয়মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফেরদৌস খান।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সদস্য ইমরান হোসেন মিলন, ৩নং ওয়ার্ড সদস্য শওকত জাহান সুপ্ত, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আতিয়ার রহমান খান, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মাকিবুর রহমান, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ দবির হোসেন, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ মুজিবর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম, মহিলা সদস্য রোকেয়া সিদ্দিকী রীতা, মোছাঃ ফরিদা বাবর, মোছাঃ শাহানাজ পারভীন।
বসুন্দিয়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে,গ্রাহকদের মাঝে চারাগাছ বিতরণ করেন।
যশোর সদরের বসুন্দিয়া শাখা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র সাদুল্লাপুর নাথপাড়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সকল গ্রাহকদের মাঝে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২টি করে গাছের চারা প্রদান করা হয়।
নোবেল বিজয়ী প্রতিষ্ঠান বাংলাদেশের গ্রামীণ ব্যাংক কর্তৃক সমগ্র দেশব্যাপী গৃহীত বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বসুন্দিয়ায় প্রত্যেক গ্রাহককে একটি করে আমড়া ও লম্বু গাছের চারা প্রদান করা হয়। বসুন্দিয়া গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার পরিমল চন্দ্র শীল’র আয়োজনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনাল ম্যানেজার ইফতেখারুল ইসলাম। তিনি বলেন সমগ্র বাংলাদেশে পরিবেশ স্বাস্থ্য সুরক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। তাই গ্রামীণ ব্যাংক সমগ্র বাংলাদেশে ২০২৩ সালে গ্রাহকদের মাধ্যমে রোপনের লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রায় ৫৩ লক্ষ গাছের চারা বিতরণের কাজ চলমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনাল অডিট অফিসার মোঃ আসাদুজ্জামান, এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামান, প্রগ্রাম অফিসার মোকাব্বের হোসেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, বসুন্দিয়া ইউপির ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য রোকেয়া সিদ্দিকী রীতা, ২নং ওয়ার্ড সদস্য মোঃ ইমরান হোসেন মিলন প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক বসুন্দিয়া শাখার সহকর্মী অনুপম মন্ডলসহ অন্যান্য সহকর্মী ও স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ। এছাড়াও
সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে
মঙ্গলবার সকাল ৯টায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগীতা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ আক্তারুল আলমের তত্বাবধানে প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ড সদস্য ও বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি কৃপানন্দ ঘোষ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, এসএমসি সদস্য আমিন হোসেন খান, শারমীন সুলতানা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, রীতা রানী সরকার, আঞ্জুমান আরা মলি, রজনী সুলতানা, নাসরিন সুলতানা প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবশেষে দোয়া অনুষ্ঠিত হয়।