তুমি মরণি হে আলেমে দ্বীন
মরেছে বিশ্ববিবেক সব।
তুমি কারাগারে নয়;
মুসলমানের হৃদয় করেছো জয়্।
তুমি আল্লাহর – রাসুল (সাঃ)
দ্বীন প্রচারে স’ফে দিয়েছো প্রাণ।
তুমি বিশ্বের মাঝে বিস্ময়কর
আল্লাহ পাকের দান ; তুমি নবীজির সম্মান।
তুমি বাংলা রাজের রাজ হিংসায়
জর্জরিত মহাকাব্য।
তুমি হিসাব পাকা ফসলে তোমার;
কি নিয়ে বলো ভাব্য।
কারাগার থেকে নাটক রচয়িতার
হিসাব আছে তোলা।
আমি হতে পারি, তুমি হতে পারো
আল্লাহ তো নয়; ভুলা।
তুমি ধর্মের কাঁটাতারে আবদ্ধ নও;
সব জাতি বাসে ভালো বেস্।
তুমি বাংলার গানে বাঙালী হৃদয়ে
জাগ্রত সমাবেশ।
তুমি মরণবীণায় নাম লিখিয়েছো
চৌদ্দ বছর আগে।
তুমি সত্য বলার সাহস জাগিয়েছো
কণ্ঠ তোমাতে জাগে।
তুমি মৃত্যু নামের শাহাদাৎ বরণ
বারণ করেনি কেউ।
তুমি নির্দোষিতায়; টুঁটি চেপে ধরা
জানে টুঁটি চেপে ধরা লোকটা সেও।
তুমি নারায়ে-তাকবির আল্লাহু আকবার
ধ্বনি তুলে বলা সিংহপুরুষ।
তুমি মরণি হে সত্যবাদী পথ
মরেছে ধরনি হয়েছে বেহুশ।
কবিতাঃ তুমি মরণি হে ; জাগ্রত সমাবেশ কবিঃ শেখ আলী আকবার সম্রাট।যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর’র ৪নং ওয়ার্ড নওয়াপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম, জন্মকালঃ ০৫.০৭.১৯৯৬। লেখাকালঃ ১৪.০৮.২৩ লেখা সময়ঃ রাতঃ ৯.০৫