আব্দুল হান্নান জন্মস্থান কলাপাড়া,পটুয়াখালী। তিনি চার ভাই এবং এক বোনের ভিতর সবার ছোট। তার বাবা বর্তমানে ইউপি সদস্য, বড় ভাই বাংলাদেশ অবসর প্রাপ্ত সেনাবাহিনী তবে বর্তমানে ব্যাবসা করছেন,বোন বিবাহিতা, মেজো ভাই ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন, সেজো ভাই হিফজ শেষ করে জেনারেল লাইনে পড়াশোনা করতে শুরু করেন বর্তমানে ঢাকা কলেজ থেকে ইংলিশে অনার্স পাশ করে মাস্টার্সে পরিক্ষা দিচ্ছেন এবং ঢাকা আলিয়া থেকে কামেল পাশ করেন। আব্দুল হান্নান নিজ গ্রামের প্রাথমিক শিক্ষা সমাপনী করে পূর্ব মধুখালি মাধ্যমিক বিদ্যলয় থেকে JSC পরিক্ষা দিয়ে কওমি জামাত লাইনে পড়াশোনা শুরু করেন। বর্তমানে ঢাকা লালবাগ আদর্শ ইসলামিয়া মাদ্রাসায় কওমি জামাত লাইনে পড়াশোনা করেন এবং পাশাপাশি জেনারেল লাইনে এবার SSC পরিক্ষা দিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। পড়াশোনার পাশাপাশি ইসলামি সংগীত লেখা,সুর করা এবং গাওয়া তার অনেক পছন্দ।তার গাওয়া সংগীত গুলোর মধ্যে মোনাজাত এবং মৃত্যু শিরোনামের মরমী সংগীত রিলিজ হয়েছে। পড়াশোনায় মনযোগ দেয়ায় তিনি সংগীতাঙ্গনে সময় দেন না বললেই চলে। মাদ্রাসা ছুটি কালীন তার সংগীতের অডিও-ভিডিওর কাজ সম্পন্ন করেন।সংগীতের অডিও রেকর্ডের কাজ open tune স্টুডিওর সত্তাধিকারী ফুরকান উদ্দিন ফারহান এবং ভিডিও ধারন করেন হামদান রেকর্ডস এর সত্তাধিকারী শরিফ মাহমুদ।ইতিমধ্যে হামদান রেকর্ডস তার কাজের দক্ষতা দিয়ে বেশ ভালো সুনাম অর্জন করেছেন।