মতিন গাজী নিজস্ব সংবাদদাতাঃ
যশোরের অভয়নগরে গত মঙ্গলবার (২৫জুলায়) নওয়াপাড়া ইনিস্টিউট মিলনায়তন অনুষ্ঠিত হয়।উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর হযরত মুফতি ফয়জুল করিম।
এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবু রায়হান,সভাপতি ইসলামী আন্দোলন অভয়নগর থানা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন,এই সরকার জনগণের পক্ষের সরকার নয়,এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এই সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে পারে না,ইতিপূর্বে নির্বাচন গুলোকে লক্ষ করে দেখলে বোঝা যায় বর্তমান সময়ের নির্বাচন কমিশন কি ভূমিকা নিয়েছে।অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে তিনি আরো বলেন এই সরকারের অধীনে কোন নির্বাচন নয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন আর পেছনে তাকানোর সুযোগ নেই। সরকার পতনের আন্দোলনের মাধ্যমে সরকার কে যশোরের অভয়নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামতে বাধ্য করতে যে পদক্ষেপ নিতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই নিতে প্রস্তুত।দেশের সকল বিভাগ,জেলা,উপজেলা,ইউনিয়ন পর্যায়ে আন্দোলনের ডাক আসবে।