মোঃ আব্দুল হাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৪ শে জুলাই ২০২৩ সোমবার বিকেল সাড়ে ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও মঙ্গমাতা শেখ ফজিলামুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। খেলা শেষে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট সমাপনি ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান ও মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার। এছাড়াও অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকছাদুল হক তালুকদার জনি। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উপজেলা পর্যায়ে চাম্পিয়ন হয়েছে উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল এবং বালক দলে চাম্পিয়ন হয়েছে উক্ত মাত্রাই ইউনিয়নের বেজখÐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনায় ছিলেন অত্র এলাকার সুদক্ষ ও অভিজ্ঞ রেফারী মহিবুল ইসলাম তালুকদার