মতিন গাজী নিজস্ব সংবাদদাতাঃ
অভয়নগরে সুন্দরী বাজার কমিটির আয়োজনে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এ সময় সুন্দলী বাজার কমিটির চিন্ময় বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কেন্দ্র ছাত্রলীগের সহ সম্পাদক ইঞ্জিঃ আরশাদ পারভেজ।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃআঃরউফ মোল্যা, । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল ,বিকাশ রায় কপিল , বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, বিট অফিসার মোঃ বক্কার সিদ্দিকী বিট অফিসার, কিশোর সাহা,প্রধান শিক্ষক গৌতম ধর, ইউপি সদস্য শিশির সরকার প্রমুখ।
উক্ত খেলাটিতে বাজারের সকল দৌকানীদের মধ্য থেকে চারটি দলে বিভক্ত করা হয়ে থাকে। খেলাটি দেখতে হাজার হাজার লোকের সমাগম হয়।
খেলাটিতে জয়লাভ করে রাস্তার দক্ষিণ পাশ (বারুদ একাদশ)। খেলাশেষে আয়োজক বৃন্দ বিজয়ী ও রানার্সআপদের হাতে পুরষ্কার তুলে দেয়।
এ সময় সার্বিক দায়ীত্বে ছিলেন অমর বিশ্বাস,ও সঞ্চালনায় ছিলেন দিনেশ বিশ্বাস ও ডাঃ প্রশান্ত মন্ডল।
মতিন গাজী