গাঙচিল ফিচার সার্ভিসঃ
আজ গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মিরপুর শাখা জননন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এক স্মরণ সভার আয়োজন করে। ঢাকার মিরপুরে গাঙচিল মিরপুর শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ স্মরণ সভায় কবি সাইদা খানম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গাঙচিল ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি কবি তন্ময় হারিস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান বিজয় পত্রিকার সম্পাদক মনজু খন্দকার ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা উত্তরের সভাপতি বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছড়াশিল্পী গোলাম কুদ্দুস চঞ্চল।
অনুষ্ঠানে স্মৃতিচারণ স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য সাহিত্যিক মোরাদুজ্জামান, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক কবি আবু জাহিদ সাদিক, বিশিষ্ট কবি শিক্ষাবিদ নাজমা আখতার, গাঙচিল প্রকাশনের ব্যাবস্থাপনা পরিচালক ছড়াকার খান আহমেদ ইফতেখার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা হুমায়ুন আহমেদের জীবনচরিত তুলে ধরেন। হুমায়ুন আহমেদের চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও উপন্যাস আজও সকলকে নাড়া দেয়।
অনুষ্ঠান শেষে হুমায়ুন আহমেদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠান ও সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন গাঙচিল টিভির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র পরিচালক কথা সাহিত্যিক অধ্যক্ষ খান আখতার হোসেন।