বিনোদন ডেস্ক রিপোর্টঃ
কবি ও গীতিকার শিমুল ভূঁইয়ার কথায় আসছে তুই স্বার্থপর। খুব শীঘ্রই আসিতেছে
তুই স্বার্থপর এই শিরোনামের গানটি,,
গীতিকার ; শিমুল ভূঁইয়া,,
কণ্ঠশিল্পী ও সুর ; হাসিবুল ইসলাম,,
স্টুডিও : ট্রেন্ডিং ভিশন,মিউজিকের ব্যানারে তুই স্বার্থপর গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন হাসিবুল ইসলাম। কত আশা করে আমি বেঁধেছিলাম ঘর,
কোনবা দোষে সখি আমায় করলি রে তুই পর।।
নিদ্রা বিহীন চোখে আমার ম্মৃতি করে ভর।
জনম আমার দুঃখে কাটে তোকে ভালোবেসে রে, জানা ছিল না রে সখি ভাঙ্গবি আমার অন্তর। তুই তো স্বার্থপর রে সখি তুই তো স্বার্থপর – শিমুলের কথায় ইতিমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
গানটিতে মিউজিক ও মিক্স মাস্টার ; রাজু আহমেদ,,
বাঁশি বাজিয়েছেন ;বিখ্যাত বংশিবাদক খোকন
আসছে ২০শে এপ্রিল সন্ধ্যে ৭টায় শিমুল ভূঁইয়া ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে।
এর আগে গত ঈদে কবি ও গীতিকার শিমুল ভূঁইয়ার ইসলামী সংগীত, এলো ফিরে রামাদান,দিওয়ানা ও পাইনি কারো মন শিরোনামে তিনটি গান শ্রোতাদের মনে দাগ কাটে এবং ব্যাপক প্রশংসিত হয়। এছাড়াও শিমুল ভূঁইয়া সম্পাদিত শব্দ তালে মনটা নাচে শিরোনামে একটি যৌথ কাব্যগ্রন্থ এবং বুকের গভীর ভাঁজে শিরোনামে প্রকাশিত একক কাব্যগ্রন্থ ইতিমধ্যে পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে।