মতিন গাজী নিজস্ব সংবাদদাতাঃ
শিক্ষা নিয়ে গড়ব দেশ, মাদকমুক্ত বাংলাদেশ এই শ্লোগানে অভয়নগরে সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার ঋষিপাড়ার মাঠেএই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন, অত্র এলাকার গ্রামতলা ফুটবল একাদশের সিনিয়র ফুটবল একাদশ বনাম জুনিয়র ফুটবল একাদশ। খেলায় সিনিয়র দল ৩-২ গোলে জুনিয়র দলেকে পরাজিত করে। ৯০ মিনিটের এ প্রীতি ম্যাচটিতে সিনিয়র দলের পক্ষ্য থেকে ৪ মিনিটে আবু হানিফ শেখ, ১০ মমিনিটে সবুজ হাসান জুনিয়ার দলের পক্ষ্য থেকে ২৯ মিনিটে গোল করে অনিক হাসান খান, ৫৭ মিনিটে গোল করেন সজীব মোহাইমিন, ৭৬ মিনিটে শেষ গোল করে সিনিয়রদের বিজয় নিশ্চিত করে শেষ গোল করে সাইফুল ইসলাম। খেলা শেষে আনন্দঘন পরিবেশে উভয় দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। খেলাটি পরিচালনা করেন, সাবেক ফুটবলার মো. বাবুল ইসলাম বাবু।