বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে অস্ত্রগুলিসহ আবু হানিফ হাওলাদার (৪০) নামে একসন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকার মাছের ঘেরে অভিযান চালিয়ে পুলিশ হানিফকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। আবু হানিফ হাওলাদার সদরের কাড়াপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকার মাছের ঘেরে অভিযান চালিয়ে পুলিশ হানিফকে গ্রেপ্তার করে। পরে তার মাছের ঘেরের বাসা থেকে দুটি দেশি তৈরি সটগান ও একটি গুলি উদ্ধার করা হয়। আবু হানিফ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আপনের অন্যতম সহযোগী। উদ্ধার হওয়া অস্ত্রগুলি আপনের বলে ধারণা করা হচ্ছে। আবু হানিফের আরো অস্ত্র রয়েছে কিনা জানতে রিমান্ড চাওয়া হবে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে, এই ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা করা হবে |