মতিন গাজী নিজস্ব সংবাদদাতাঃ
যশোরের অভয়নগরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসা’র আয়োজনে প্রদর্শনী ক্লাস, সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এইচ এম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানযীমুল কুরআন মাদরাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবাইদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা দাঃ বাঃ মুহাদ্দিস মাওঃ আবু ত্বলহা সাহেব, বিশেষ আলোচক নওয়াপাড়া হিজবুল্লাহ মাদরাসা সুপার মাওঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,অধ্যক্ষ খাইরুল বাশার।এসময় মাদাসার সকল ছাত্র-ছাত্রীরা হাম,নাথ ,নামাজের নিয়ম,সূরা ক্বেরাত পরিবেশন করে অনুষ্ঠানে অংশগ্রহন করেন।