1. admin@gangchiltv.com : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা নড়াইলের জঙ্গলগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ পটুয়াখালীতে কমলাপুরে চাদাবাজদের বিরুদ্ধে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন নড়াইলের পেড়লী যুবলীগ কর্মী আজাদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সরকারের উন্নয়ন মূলক কাজ জনগনের মাঝে তুলে ধরার লক্ষে মুক্তিযোদ্ধাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে; সাবেক মন্ত্রী শাজাহান খান। যশোরে ডিশ বাবুর বিরুদ্ধে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে মারপিটের অভিযোগ নড়াইল কালিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়  দুই সাংবাদিকের মৃত্যুতে নড়াইলে স্মরণ ও শোক সভা অনুষ্ঠিত।

দিশা সমাজ কল্যাণ সংস্থার উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের অর্থ ছাড়ের পরেও শিক্ষকদের ছয় মাসের বেতন দেওয়া হয়নি

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৫৮ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি-

দিশা সমাজ কল্যাণ সংস্থা পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মেয়াদ শেষে সমুদয় অর্থ ছাড় হলেও নিয়োগকৃত শিক্ষকদের ছয় মাসের বেতন দেওয়া হয়নি। সরকার নির্ধারিত হারে উপবৃত্তি ও ঘর ভাড়া দেওয়া হয়নি।

গোটা দেশের ঝরে পড়া শিশু কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় সেকেন্ড চান্স এডুকেশন (সাব-কম্পোনেন্ট ২.৫’ আউট অব স্কুল চিল্ড্রেন-(ওওএসসি) প্রোগ্রাম, পিইডিপি-৪) কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচি বাস্ত বায়নের জন্য প্রত্যেক জেলা থেকে একটি লিড এনজিও নির্বাচন করা হয়। মন্ত্রণালয় নির্ধারিত এনজিও এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

এনজিওগুলোর আবেদনের প্রেক্ষিতে যশোরে কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ৭টি এনজিওকে প্রাথমিকভাবে শর্টলিস্ট তালিকায় রাখা হয়। সাতটির মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল দিশা সমাজ কল্যাণ সংস্থার নাম। তবুও কর্মসূচী বাস্তবায়নের দায়িত্ব পায় তারা।

যশোর জেলার জন্য ২০২০ সালে স্থানীয় এন.জি.ও দিশা সমাজ কল্যান সংস্থার সাথে চুক্তি হয়। কিন্তু করোনা মহামারির কারনে তা স্থগিত করা হয়।

গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে এক পরিপত্রের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে শিখন কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক ওই বছরের ডিসেম্বর থেকে কার্যক্রম চালু করা হয়। যা চলতি মাসের ৩০ জুন ২০২৩ সালে শেষ হবে।

ওই চিঠিতে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি বলা হয়েছে, ইনডিপেনডেন্ট ভেরিফিকেশন এজেন্সি (আইভিএ) কর্তৃক শিক্ষার্থীর যথার্থতা, শিক্ষক, সিএমসি সদস্য, শিখন কেন্দ্র ও শিক্ষা উপকরণ যাচাই করা হবে। উপজেলা প্রশাসন কর্তৃক মূল্যায়ন কমিটির মাধ্যমে মূল্যায়ন ও যাচাই করে তা দাখিলের পর অর্থ ছাড় হবে।

অভয়নগর উপজেলা ইনডিপেনডেন্ট ভেরিফিকেশন এজেন্সি (আইভিএ) এর সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন,‘ইউএনও স্যার আমাকে তদন্ত করে রিপোর্ট দাখিল করতে বলেছিলেন। সেই মোতাবেক আমি তদন্ত করে রিপোর্র্ট দিয়েছি। এর বাইরে আপনকে কিছু বলবোনা। আপনি ইউএনও স্যারের কাছ থেকে জেনে নিন।’

খোঁজ নিয়ে জানা গেছে এ উপজেলায় ৭০টি শিখন কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে শিক্ষক দিনে তিন ঘন্টা সময় ব্যাপী পাঠদান করেন। প্রত্যেক শিক্ষকে মাসিক ৫ হাজার টাকা হারে বেতন দেওয়া হয়। চলতি মাস ধরে শিক্ষকদের ১৮ মাসের বেতন পাওনা হয়। কিন্তু তাদের বেতন দেওয়া হয়েছে ১২ মাসের।

এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখনো দেওয়া হয়নি। শিখন কেন্দ্র ভাড়া ভ্যাট বাদে ১২শ টাকা নির্ধারিত। কিন্তু কেন্দ্র ভাড়া দেওয়ার হয়েছে ৫শ থেকে ৭শ টাকা।
নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন কেন্দ্র শিক্ষক বলেন, আমরা ১২ মাসের বেতন পেয়েছি। ঘর ভাড়া দেওয় হয়েছে ৫শ থেকে ৭শ টাকা। এছাড়া শিক্ষার্থীরা কোন উপবৃত্তি পায়নি।

সংস্থার অভয়নগর উপজেলা শাখার ব্যবস্থাপক সঞ্জয় বিশ^াস বলেন, আমরা শিক্ষকদের ১৫ মাসের বেতন দিয়েছি। উপবৃত্তির টাকা এখনো দেওয়া হয়নি। কেন্দ্র ভাড়া স্থান ভেদে ৭শ থেকে বিভিন্ন হারে দেওয়া হয়েছে।
এ ব্যপারে দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা খাতুন বলেন, ‘আমি সব কিছু নিয়ম মাফিক করেছি। এর বাইরে আপনাকে কোন তথ্য দেবো না।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • রবিবার (বিকাল ৫:৫৪)
  • ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  গাঙচিল টিভি
Theme Customized By Shakil IT Park