মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ শে জুন ২০২৩ বৃহস্পতিবার সকাল সাড়ে
১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র
সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিত
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন,
সহকারি কমিশনার (ভূমি) কালাই জান্নাতুল ফেরদৌস,পৌর মেয়র রাবেয়া সুলতানা,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, নবাগত কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আলবারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস রত্না রশিদ,
বীর মুক্তিযোদ্ধা মুনিশ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুন, কালাই পল্লী বিদ্যুৎ শাখার ডিজিএম হামিদুল ইসলাম,
উপজেলা সহকারি উপ-প্রকৌশলী বিএমডি আব্দুর রাজ্জাক, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন,
কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান,
সাংবাদিক আতাউর রহমান ও শাহারুল ইসলাম, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান
জিয়া. ও পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির। এসময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির
সদস্যগণ উপস্থিত ছিলেন। অত্র সভায় সন্ত্রাস, বাল্য বিবাহ, চুরি, মাদকদ্রব্য ব্যবসা ও মাদক সেবন,
জুয়া খেলা প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এসব বন্ধের জন্য সভাপতি ইউএনও
মহোদয় সকলের কাছে সহযোগিতা চেয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।