1. admin@gangchiltv.com : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা নড়াইলের জঙ্গলগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ পটুয়াখালীতে কমলাপুরে চাদাবাজদের বিরুদ্ধে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন নড়াইলের পেড়লী যুবলীগ কর্মী আজাদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সরকারের উন্নয়ন মূলক কাজ জনগনের মাঝে তুলে ধরার লক্ষে মুক্তিযোদ্ধাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে; সাবেক মন্ত্রী শাজাহান খান। যশোরে ডিশ বাবুর বিরুদ্ধে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে মারপিটের অভিযোগ নড়াইল কালিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়  দুই সাংবাদিকের মৃত্যুতে নড়াইলে স্মরণ ও শোক সভা অনুষ্ঠিত।

স্বপ্নকথা সাহিত্য পরিষদ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মহামিলন উৎসব অনুৃষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৯২ বার পঠিত

ডেস্কঃ

 

সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জেগে উঠুক মানবতা” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো স্বপ্নকথা সাহিত্য পরিষদ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মহামিলন উৎসব।

 

শুক্রবার (১৬ জুন ২০২৩ খ্রিঃ) রাজধানী ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের কনফারেন্স রুমে স্বপ্নকথা সাহিত্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেনঃ

সিভিক ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও স্বপ্নকথা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব আলী আকবর। উদ্বোধনী ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। প্রধান আলোচকঃ একুশে পদক প্রাপ্ত কবি আসলাম সানী। আলোচকঃ কবি সংগঠক ও প্রকাশক মাহমুদুল হাসান নিজামী। কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ। কবি ও প্রিয়জন সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন। কবি ও স্বপ্নকথা উপদেষ্টা, আলমগীর জুয়েল,

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ

মিসেস আরিফা বেগম সমাজসেবক ও আবৃত্তিকার । এনামুল হক হাজারী সভাপতি, জুগিরকান্দি এইচ কে দাখিল মাদ্রাসা ও কার্যকরী উপদেষ্টা স্বপ্নকথা। রেজাউর রহমান সমাজসেবক- বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক স্বপ্নকথা ফাউন্ডেশন।আলহাজ্ব শরীফ সাকী সমাজসেবক বিশিষ্ট আইনবিদ। নার্গিস খান, কবি ও গল্পকার- অধ্যক্ষ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ। আশফাক নওসের অভিনেতা ও পরিচালক। কবি মাসুম বিল্লা ছাড়া ও আরও অনেকেই।

 

স্বাগত বক্তব্য রাখেনঃ এসএকে রেজাউল করীম কবি ও কার্যকরী উপদেষ্টা স্বসাপ।মোসাদ্দিক সাজুল কবি ও সাধারণ সম্পাদক স্বপ্নকথা সাহিত্য পরিষদ।

 

 

 

 

সাংঠনিক বক্তব্য রাখেনঃডঃ খান আখতার হোসেন প্রতিষ্ঠাত গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ। ইশতিয়াক হোসেন কবি ও প্রতিষ্ঠাতা কবি ও কবতার ভুবন। বাদল কৃষ্ণ বণিক, প্রতিষ্ঠাতা মৌচাক সাহিত্য পরিষদ। মোঃ সোহাগ কবি ও শতরূপা ফাউন্ডেশনের চেয়ারম্যান। কাজী ছাব্বীর, কবি ও ঔপন্যাসিক। ক‌বি আতাউল ইসলাম সবুজ, ভাইস‌প্রেসি‌ডেন্ট অনুপ্রাস জাতীয় ক‌বি সংগঠন জহিরুল হক বিদ্যুৎ, কবি ও আবৃত্তিকার। বেল্লাল হাওলাদার কবি ও প্রতিষ্ঠাতা প্রানের মেলা সাহিত্য পরিষদ। মুহাম্মদ আমির হোসেন প্রতিষ্ঠাতা- অন্য ভুবন সাহিত্য পরিষদ। এম এ আলীম কবি ও সংগঠক। ফারুক জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা- বাংলা কবিতাঙ্গন।লাভলু হোসেন, প্রতিষ্ঠাতা নজরুল স্মৃতি সংসদ। সহ আরও ৬০ টি সংগঠক প্রধান।

 

কোলকাতা থেকে আমন্ত্রিত অতিথি ছিলেনঃ

সুজাতা দাস, ঔপন্যাসিক কবি সাহিত্যিক ও সমাজসেবিকা।

চৈতালী দাসমজুমদার, কবি- সাহিত্যিক এবং সংগঠক।

কবি এম:ইলিয়াস ঘরামী—ভারত পশ্চিম বঙ্গ ক্যানিং টাউন।সংগীতা দেওয়ানজী, কবি-প্রাবন্ধিক- আগরতলা ত্রিপুরা।দেবিকা বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিকার-সঞ্চালিকা কোলকাতা।

কবি শেফালি দেবনাথ, ভাতর পশ্চিম বঙ্গ কলকাতা সহও আরও অসংখ্য কবি সাহিত্যিক।

শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ

এম এ আস্কর কবি ও সহ সভাপতি স্বপ্নকথা কেন্দ্রীয় কমিটি, মোঃ কামরুল হাছান সাধার সম্পাদক, বাংলাদেশ সঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষা সমিতি ও উপদেষ্টা স্বপ্নকথা।

ফিরোজা খান কবি ও উপদেষ্টা স্বপ্নকথা। আঁখি জাহান কবি ও উপদেষ্টা স্বপ্নকথা। মোঃ জুয়েল রানা মজুমদার একুশে সংবাদ, কুমিল্লা জেলা প্রতিনিধি। সাংবাদিক মোঃ আবদুল আউয়াল সরকার, সভাপতি- মাসাইন্টারন্যাশনাল, কুমিল্লা। নারায়ণ কুণ্ড ডাইরেক্ট এমডি স্মরক সঞ্চয় ও ঋণ দাদা সমিতি লিঃ

 

সভাপতিত্ব করেন ডা. মেজবাউল হাসান, কবি- সিনিয়র সহ সভাপতি স্বপ্নকথা, ও ডাইরেক্টর আল রাফি হসপিটাল লিঃ। ও রোকসানা সুখী, কবি সম্পাদক প্রকাশক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বপ্নকথা।

 

অনুষ্ঠানটিতে ছিলো দেশ ও দেশের বাহিরের অসংখ্য কবি- সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের উপচে পড়া ভিড়। ছিলো সমাজের অসংখ্যা গন্যমান্য ব্যক্তিত্বগণ। অতিথি আপ্যায়ন ও গুণীজন সংর্বধনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • রবিবার (বিকাল ৫:০৭)
  • ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  গাঙচিল টিভি
Theme Customized By Shakil IT Park