কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে পৌর জাতীয় পার্টির উদ্যোগে ১৭জুন কেশবপুর প্রেসক্লাবের হলরুমে পৌর জাতীয় পার্টির কমিটির দ্বি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। কমিটির নবগঠিত সভাপতি শেখ নূরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আবু বক্কার সিদ্দিক ও মোঃ নজরুল ইসলাম বিশ্বাস সাংগঠনিক সম্পাদক করে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জি এম হাসান কমিটি ঘোষণা করেন। যা উপস্থিত সকলের কারো কোন আপত্তি না থাকায় উহা সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। আগামী পনের দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
কেশবপুর পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলণে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি জি এম হাসান, সহসভাপতি বিশ্বনাথ হালদার, মশিয়ার রহমান খান, সাধারন সম্পাদক রুহুল আমীন খান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন, দপ্তর সম্পাদক এম এ মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার ফারুক হোসেন, সাগরদাঁড়ী ইউনিয়নের আহŸায়ক কাওছার আলী, মঙ্গলকোট ইউনিয়নের সাধারন সম্পাদক নূরুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, পাজিয়ার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী গাজী সহ নবগঠিত পৌরসভা কমিটির সভাপতি শেখ নূরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক সাংবাদিক আবু বক্কার সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস প্রমুখ।