মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আজিজ আ্হমেদ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জাকির মাস্টারের বিরুদ্ধে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ মজিবর মুন্সির স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা কারি ও নবজাতক হত্যা এবং তার ছেলে জাকারিয়ার নামে সকল
মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেন, মুরাদিয়া ইউনিয়নের চর গরবদী গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ।
আজ রোজ শনিবার ২৭ মে ২০২৩ তারিখ, চর গরবদী ফেরিঘাটে বিকেল ৪ ঘটিকার সময় মানববন্ধন শুরু হয় । এ মানববন্ধনে আনুমানিক প্রায় ৪ থেকে ৫ শত মানুষ এসে, এই মানববন্ধনে যোগ দেন।
উক্ত মানববন্ধনে অংশ নেওয়া শত শত পুরুষ ও মহিলাদের একটাই দাবি ছিলো, জাকির মাস্টারের বিচার চাই। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সৈয়দ আল আমিন মিরা, তিনি সাংবাদিকদের বলেন, আমার একটাই দাবি যারা নোংরা ভাবে মোসাঃ হনুফা বেগম ও নবজাতককে মৃত্যুর প্ররোচনা কারি, জাকির মাস্টারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
তিনি আরো বলেন, প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিচার চাই।
এ সময় মহিলাদের নেতৃত্বে ছিলেন মোসাম্মৎ নাজমা বেগম তিনি সাংবাদিকদের বলেন ,
এই পরিবারকে এই এলাকার প্রভাবশালী জাকির মাস্টার শেষ করে ফেলেছে আমরা হনুফা বেগম এর আত্মহত্যা ও নবজাতকের মৃত্যুর কারন জাকির মাস্টার, তাই আমি এবং আমরা সবাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাঁচান এই পরিবার কে বাঁচান, তিনি আরো বলেন জাকারিয়ার মুক্তি চাই, মুক্তি চাই , এবং জাকির মাস্টারের বিচার চাই, বিচার চাই।