মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাজিদ শিকদার নামের এক কলেজ ছাত্র হাতুড়ি পেটার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ মে শনিবার দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মন্নু শিকদার ছেলে সাজিদ শিকদার (১৮) বাড়ি থেকে চাচাতো ভাই কে এস এস সি পরীক্ষার হল থেকে নেওয়ার জন্য মোটরসাইকেল যোগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আসে এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মোটরসাইকেল পাশে রেখে ইজিবাইকে উঠে বসে থাকে।
ইতিমধ্যে হঠাৎ বেলা ১টার দিকে উপজেলার চাচই গ্ৰামের শুকুর মোল্লার ছেলে নাঈম মোল্লা (২৩) এর সাথে সাজিদ শিকদারের দেখা এবং পূর্ব শত্রুতার জের ধরে নাঈম মোল্লা সাজিদ শিকদার কে বলে উঠে তোকে আজ পাইছি এখান থেকে একটু ও নড়বিনা, একথা বলে বিভিন্ন যায়গায় ফোন করে তার কিশোর বাহিনী নিয়ে আসে এবং অতর্কিত হামলা চালায়।
সাজিদ শিকদারের উপর কিশোর বাহিনীর হামলায় ব্যবহৃত লোহার হাতুড়ি,লোহার রড,চাকু, চাপাতি, দিয়ে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করে উপজেলার চাচই গ্ৰামের শুকুর মোল্লার ছেলে নাঈম মোল্লা (২৩) ও শুকুর মোল্লার আর এক ছেলে নাহিদ মোল্লা ( ১৯) এবং এক ই গ্ৰামের অহিদ এর ছেলে রনি (২২) সহ অজ্ঞাত আরো ৪/৫ মিলে তাকে ফেলে চলে যায়।
আহত সাজিদ শিকদার কে পথচারীরা দ্রত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
উক্ত বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীনের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।