মোঃজোনায়েদ হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশে এক যোগে এসএসসি পরীক্ষা ২০২৩ চলছে৷কিশোরগঞ্জ জেলাতেও চলছে এসএসসি পরীক্ষা ২০২৩৷চমৎকার পরিবেশে সব পরীক্ষা অতি সুন্দর ভাবে শেষ হচ্ছে ৷তবে অভিবাবকের মনে মাঝে প্রতিবছরই প্রশ্ন চলে আসে এসএসসি পরীক্ষা মূলত সরকারী ভাবে সকল খরচ দিয়ে নেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় যখন কৃষি পীরীক্ষা বা অন্য চতুর্থ বিষয় পরীক্ষা নেওয়ার আগেই প্রতিটি কেন্দ্রের থেকে ছাত্রছাত্রীদের বলে দেওয়া হয় ব্যবহারিক পরীক্ষাবাবদ ৫০ টাকা অথবা ৮০টাকা নিয়ে যেত ৷অভিবাবকদের মনে প্রশ্ন হলো ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে টাকা নিবেন কেন? এই বিষয়ে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্কুলেরহল সুপারদের সাথে কথা বলতে গেলে তারা কথা বলতে অস্বীকার জানান৷তবে শহরে একজন শিক্ষক নাম না বলার শর্তে বলেন,এটা একটা সিষ্টেমে দাড়িয়ে গেছে ,অহেতু ব্যবহারিক পরীক্ষার নাম ভাঙ্গিয়ে টাকা হাতিয়ে নেওয়া৷কিশোরগঞ্জ শহরের যত স্কুলে পরীক্ষার কেন্দ্র হিসেবে আছে প্রায় প্রতিটি প্রতিটি কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্য একটি নির্ধারিত টাকা নেন যা এই বছরই ২০২৩ সালের অনেক পরীক্ষার্থীর সাথে কথা বললে সত্যতা পাওয়া যায়৷একজন পরীক্ষার্থী বলেন মূলত ব্যবহারিক পরীক্ষার দেওয়ার সময় আমাকে বলা হয় ৫০অথবা ৮০টাকা সাথে নিয়ে যেতে ৷এই টাকা দিতে অনেক পরীক্ষার্থীর কষ্ট হীয়৷এই বিষয়ে কোন পরীক্ষার্থী অভিযোগ করতে অনিহা করেন,কেননা এতে তাদের ব্যবহারিক নাম্বার কম দিবে বলে ভয় হয়৷তাই এসএসসি পরীক্ষা ২০২৩সালের মে মাসের ২৯তারিখে শুরু হয়া ব্যবহারিকপরীক্ষা দিতে যেন কোন টাকা না নেওয়া সকল অভিবাবকও শিক্ষার্থীর দাবি৷ কিশোরগঞ্জ জেলার মধ্যে যেন এসএসসি পরীক্ষা ২০২৩ ব্যবহারিক পরীক্ষা কথা বলে যেন অতিরিক্ত টাকা নিতে না পারেন সেই বিষয়ে কতৃপক্ষের সুদুৃষ্টি কামনা করছেন সাধারন শিক্ষার্থীরা৷৷
Leave a Reply