মোঃজোনায়েদ হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধি
অদ্য ২০-০৫-২০২৩ তারিখ সকাল ০৯.২০ ঘটিকায় ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ভৈরব থানাধীন ভৈরবপুর দক্ষিণপাড়া সাকিনস্থ বঙ্গবন্ধু সরণি রেল ব্রিজের নিচে ভৈরব রিক্সা শ্রমিক ইউনিয়নের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে বিবাদী ১। ইসমাইল হোসেন (৩৫), পিতা- মৃত আক্কেল আলী, সাং- ভৈরবপুর দক্ষিণপাড়া, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে জেলা গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতার করেন।
অদ্য ২০-০৫-২০২৩ তারিখ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হাতে বের করে দেওয়া ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক সকাল ০৯.২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply