মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী গ্রামে সাপের কামড়ে আলী আকবর (৫১) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়। গত শনিবার রাতে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের খড়িবাড়ি কাচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আলী আকবরের ভাই রবিউল ইসলাম জানান, ‘আমার বড় ভাই আলী আকবর শনিবার বিকালে কৃষি জমিতে সেচ দিতে যান। এ সময় সেচের ড্রেন পরিষ্কার করতে গিয়ে একটি বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। তাৎক্ষণিক বাসায় এসে পরিবারের লোকজনকে জানালে আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খুব দ্রুত ভ্যাকসিন সমস্যা সমাধান করা জরুরী। কারণ এখন গরম পরেছে, সাপে কাটা রোগী আসতে পারে।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাদাত শাহরিয়ার বলেন, এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নেই। ভ্যাকসিনের জন্য চাহিদা প্রেরন করা হয়েছে।
שלום שם ! אני פשוט רוצה לתת לך ענק אגודלים למעלה עבור מצוין מידע יש לך ממש כאן על הפוסט הזה. אני חוזר ל האתר שלך לעוד בקרוב.