মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি মোলানীতে অগ্নিকান্ডের ঘটনায় অসহায় একটি পরিবারের ঘর ও ২টি গরু, ৮টি ছাগল পুরে ছাই হয়ে যায়।রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে মোঃমাজম আলীর বাড়িতে বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় একটি সেচ পাম্প, ২টি সাইকেল, মরিচ-পেয়াজ, রসুনসহ বাড়ির সব পুরে ছাই হয়ে যায়। এ সময় আগুনে ২টি গরু মারা যায়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃসারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
Leave a Reply