মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শনিবার (১৩মে)
সন্ধা ৭ টায় উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া সাইক্লোন শেল্টার
পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপি এম পিপিএম। সামুদ্রিক ঘূর্ণিঝড়
“মোখা ” মোকাবেলায় গলাচিপা
সদর ইউনিয়নের পায়রা বন্দর মোহনায় বোয়ালিয়া আশ্রয়ন কেন্দ্র চরকারফামা অঞ্চলের মানুষের আশ্রয়ন কেন্দ্রে উপস্থিতি ও জনসাধারনকে সচেতনতায় ব্রিফিং করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এছাড়া সকল আশ্রয়ন কেন্দ্রে উপস্থিত মানুষের খাবার সহ সব ধরনের সহযোগিতা করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
স্থানীয় মানুষের সাথে বন্যা মোকাবেলা করার লক্ষ্যে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা ও প্রস্ততি নিয়েছেন বলে জেলা প্রশাসক জানান। এসময় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল উপজেলার সকল দূর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চল জনসাধারণ ও জেলেদের নিরাপদ আশ্রয়ে
নেওয়ার ব্যাপারে সার্বিক প্রস্ততি
গ্রহন করেছেন বলে জেলা প্রশাসককে অবহিত করেন।
অপরদিকে সিপিপি, কর্মীরা ও পুলিশ প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলার ব্যাপক প্রচার অভিযান অব্যাহতি রেখেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার
এর পরিদর্শনের সময়ে ইউএনও,
সার্কেল এসপি মোরশেদ তোহা,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন কুমার দাস, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, সিপিপির উপজেলা টিম লিডার আশিষ ঢালী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দও মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, সিপিপি কর্মী ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় সদস্য
বৃন্দরা উপস্থিত ছিলেন।
טוב מאמר. אני בהחלט אוהב אתר זה. לשמור כתיבה !
פוסט טוב. אני לומד משהו חדש ומאתגר על אתרים אני מעד על כל יום. שלה תמיד מעניין לקרוא מאמרים מאחרים סופרים ולתרגל משהו מאחרים אתרים.