মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন তৈরি করা। আব শেষে ১৪মে দুপুরে সেই ক্যান্টিনের উদ্বোধন করেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যান্টিন কমিটির আহ্বায়ক কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এনায়েত হোসেন, সদস্য প্রভাষক আজিবর রহমান, প্রভাষক জুলমত আলী, প্রভাষক আবদুর রউফ, প্রভাষক লুৎফর রহমান, ক্যান্টিন নির্মাণ কমিটির আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ। ক্যান্টিন পরিচালনার দায়িত্বে রয়েছেন অলি উল্লাহ, মিজানুর রহমান ও হাবিবুর রহমান। কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মচারী ও অভিভাবকেরা এ ক্যান্টিন থেকে স্বল্প মূল্যে বিভিন্ন খাবার খেতে পারবেন।
কয়েকজন ছাত্র ছাত্রী বলেন দীর্ঘদিন ধরে কলেজে ক্যান্টিন স্থাপনের আন্দোলন চলে আসছিল। যাক আমাদের সময় ক্যান্টিন স্থাপনের আমাদের খুবই ভালো লাগছে অল্পমূল্যে অনেক ভালো ভালো খাদ্য পাওয়া যাবে।
অনেক শিক্ষক-কর্মচারী বলেন দীর্ঘদিনের ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন তৈরি করা হয়েছে। আমাদের ভালো লাগছে স্বাস্থ্যসম্মত খাদ্য খেতে পারবে সবাই।
זה קשה למצוא משכיל אנשים בשביל זה נושא, אבל אתה נשמע כמו אתה יודע על מה אתה מתכוון לדבר! תודה