মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভা অনুষ্ঠিত হয়। শনিবার আ’লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহঃ সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলম টুলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।
সভায় নতুন সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা করা হয় এবং হরিপুর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।