মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নারী নির্যাতনের সাম্প্রতিক পরিস্থিতিঃপ্রেক্ষিতে ঠাকুরগাঁও বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার প্রেসক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মনব কল্যাণ পরিষদ-এমকেপি, নেটজ-বাংলাদেশ, রিহ্ব, ন্যাশনাল কনফিক্ট ট্রান্সফরমেশন প্লাটফরমের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দিতি আরা নাসরিন, নেটজ-বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মোঃআব্দুল লতিফ, এমকেপির প্রোগ্রাম সমন্বয়কারী রাশেদুল আলম লিটন প্রমুখ।
সংবাদ সম্মেলনে এমকেপির বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশীপ ফর ইমপাওয়ারমেন্ট অফ মারজিনালাইজড কমিউনিটিস ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এ্যাট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ (প্রসপেক্ট) প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
Leave a Reply