স্টাফ রির্পোটার অভয়নগর(যশোর) প্রতিনিধি:
অভয়নগরে কারিকুলাম এডাপটেশন বিষয়ক প্রশিক্ষণ ও
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায়
সেন্স ইন্টারন্যাশনাল ও সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া
সহায়তায় গার্নস ওভারসীজ এইড কমিশন (গোয়াক)
আর্থিক সহযোগিতায় ন্যাশনাল রিসোর্স সেন্টার
অন ডেফবলাইন্ডনেস (এনআরসিডিবি) সিডিডি এর
আয়োজনে বন্ধু কল্যাণ (বিকেএফ) প্রশিক্ষণ কক্ষে
প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
কারিকুলাম এডাপটেশন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় সভাপত্বি করেন বন্ধু কল্যাণ ফাউন্ডেশন (বিকেএফ) এর নির্বাহীপরিচালক গোলাম এহিয়া।
প্রশিক্ষণ ও কর্মশালা উদ্বোধন করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (প্রশিক্ষন) ও ফোকাল পারসন এস এম ফারুক হোসেন।
সূচনা বক্তব্য রাখেন, ঢাকা সাভার সিডিডি
এর এ্যাসোসিয়েট কো- অর্ডিনেটর গোপাল চন্দ্র
সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক নওয়াপাড়ার
ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, নওয়াপাড়া
প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী
সদস্য ররিউল বিশ্বাস, সিডিডি এর ফায়েজুল্লাহ
ফায়েজ, কামাল হোসেন, রোজি প্রমুখ। এসময়
কারিকুলাম এডাপটেশন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায়
সিরাজগঞ্জ, বগুড়া, নরসিংদী,ঢাকা জেলার মোট ১৪ জন
অংশগ্রহণ করেন