বাগেরহাট প্রতিনিধিঃ রামপাল থানার নবাগত ওসি এস.এম আশরাফুল আলম বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন আপশ হবে না, আমি নির্দিষ্ট কারো ওসি নই, আপামর জনসাধারণের ওসি হিসেবে কাজ করতে চাই । বাগেরহাট রামপাল থানার ২ নং উজলকুড় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্ধ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, গ্রাম পুলিশ সহ বিভিন্ন পেশাজীবীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন, তিনি আরও বলেন, অপরাধী যেই হোক কারো ছাড় হবে না ।
শনিবার বিকাল সাড়ে পাঁচটায় ফয়লাহাট পুলিশ ফাঁড়ি চত্বরে সাংবাদিক মুনাওয়ার রনির সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ২নং উজলকুড় ইউপির চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড ।
এসময় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ সামসুদ্দীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাজী রাশেদুল ইসলাম ডালিম, আঃ সালাম হাওলাদার, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, শরিফুল ইসলাম, ইমাম দেলোয়ার হোসেন, সাংবাদিক হাওলাদার আব্দুল হাদী, সাংবাদিক সবুর রানা, ফয়লাহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বাবর আলী খান, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাকিব, সুজন মজুমদার, আবদুল্লাহ শেখ, আমিনুল হক নান্টু সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বাজার কমিটির সদস্য বৃন্দ, দোকান মালিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply