মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা হয়। শনিবার বিকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুবটল এসোসিয়েশনের সহযোগিতায় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,প্রধান অতিথি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাতেন সরকার ডলার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, ক্রীড়া সম্পাদক আফরাদ অনু, সহ-দপ্তর সম্পাদক জিসান করিম, নির্বাহী সদস্য ফাহিম শাহরিয়ার অপুর্ব, মোঃ আক্কাস আলী প্রমুখ।
উদ্বোধনী খেলা “বন্ধুবৃত্ত ২৫” বনাম “২৬ এর টুকরা ১” টিমের মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ২৫টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো উদ্বোধনীর ২টিম, এসএসসি-২৭বি, ইউনাইটেড-২২, শটবার খেলিনা ১৮, দাদু বাহিনী ২১, খোদার খাসি ১৬, ব্যাচ-২৮, বন্ধুবৃত্ত-২৭, পিংক -২২, স্ক্যানডিয়াম-২১, এমবি-২৬, মোমিন সেনা ১, ব্যাচ-১৯, হিট আছে ২২, মোমিন সেনা-২, অবশিষ্ট-২২, বন্ধুবৃত্ত-২৪, ভালো টিম ১৭, রো-১৯, ফোরটিন ফোর্ট ১৪, টার্মিনেটর এক্স ২৪, প্রভাতের ১৬, কুয়াকাপ-১৭ টিম।
You need to be a part of a contest for one of the greatest websites on the internet. Im going to recommend this site!