মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আজ রোজ রবিবার ০৯/০৪/২০২৩ পটুয়াখালী সদর উপজেলায় ১নং বদরপুর
ইউনিয়নে যুব সমাজের উদ্যেগে বদরপুর গাজী জামে মসজিদে
ইফতারি ও ভূনা খিচুড়ির আয়োজন করেন এবং ইফতারি শেষে উক্ত মসজিদের ইমাম মাওঃ মোঃ আল আমিন হুজুর
এর উদ্যেগে নিয়মিত যুবক শ্রেনীর যারা জামাতে নামাজ আদায় করে এবং তারাবি, তাহাজ্জুদ, রোজা রাখে তাদের মাজে পুরস্কার বিতরণ করা হয়।
এদের মাজে বিজয়ী হলেন যারা
১/মোঃ আল আমিন হোসেন প্রথম স্থান, ২/মোঃ কবির হোসেন দ্বিতীয় স্থান, ৩/মোঃ নাঈম, বনি আমিন ৩য় স্থান,
৪/মোঃ ইমন, শাওন, আরিফ, সুমন,রকি,কাওছার এবং শাকিব কে ইসলামিক বই ও কলম দেওয়া হয়, এই পুরস্কার পেয়ে তাড়া খুবই আনন্দিত
এবং সবাই শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে।
উক্ত মসজিদের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা আওয়ামী মৎস্য জীবী লীগ এর
জি,এম,আতাউর রহমান এর
প্রচেষ্টায় অএ এলাকার যুবকরা
একএিত হয়ে, তারা নিজেরাই
সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন
এবং সুন্দর মনোরম পরিবেশে মসজিদের ভিতর ইফতার করানো হয়।
প্রায় দুই শত লোকের আয়োজন তিপ্তি সহকারে, ইফতারি
ও নামাজ শেষে মোনাজাতে
সবার জন্য দোয়া করেন এবং সকল মুসল্লীরা ও যুব সমাজের এই উদ্যেগ কে প্রসংসা করেন
ও তাদের জন্য আন্তরিক ভাবে মোনাজাতে দোয়া করেন।