শুভ জন্মদিন প্রিয় অভিভাবক বি.এম মোস্তফা মহিতুজ্জামান
শুভ জন্মদিন প্রিয় অভিভাবক বি.এম মোস্তফা মহিতুজ্জামান
সাবেক চেয়ারম্যান ১৭নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ।
আপনার এই শুভতম দিনে আপনার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইলো🤎
যে মানুষটা কে নিয়ে কিছু কথা না লিখলেই নয়…যে মানুষটা মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কে সু-সংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের দূর-সময়ের কান্ডারী,, যিনি দূর-সময়ে সকল আওয়ামী লীগের সকল নেতা এবং কর্মীদের আগলে রেখেছেন।তিনি হচ্ছেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের একজন ত্যাগী, পরিশ্রমী এবং পরিক্ষীত নেতা.. বি.এম মোস্তফা মহিতুজ্জামান (মহিত) মামা।তার এ অবদান মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিক্ষীত নেতারা কখনো ভোলার কথা নয়।কিন্তু তিনি উপজেলা এবং ইউনিয়নের কিছু হাইব্রিড নেতাদের কারণে আজ আইনি বর্বরতা.. হামলা-মামলার শিকার। যাই হোক আপনি এগিয়ে যান.. মনোহরপুরের সাধারণ জনগন আছে আপনার সাথে।সর্বদা ভালো থাকবেন এটাই কামনা করি আল্লাহর কাছে।
HAPPY BIRTHDAY Mama 🎂🎂🎉💐
শুভেচ্ছান্তেঃ সৈয়দ সোহেল, মেহেদি হাসান ও মোঃ আরিফুল ইসলাম
Leave a Reply