তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া পলাতক আসামী আনিছুর রহমান রতন (৫৫) ডোমার উপজেলার চিকনমাটি সওদাগর পাড়ার আব্দুল ওহাবের ছেলে।
আজ বুধবার দুপুরে আদালতেরর মাধ্যমে তাকে কারাগারে পাটানো হয়। উল্লেখ্য যে গতকাল মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডোমার থানার একটি সুত্র থেকে জানা যায় যে গত ২০১৬ সালে মাদক সহ আনিছুর কে গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ। আর সেই মাদক সংক্রান্ত একটি মামলা চলমান ছিলো আদালতে। আর সেই মামলা চলমান থাকায় জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে ছিলেন তিনি। আর সেই মামলায় আদালত আনিছুর কে দোষী সাবস্ত করে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড করেন । আদালতের সেই নির্দেশে গোপন সংবাদের সুত্রে ডোমার থানার এএসআই আহসান হাবিব ফোর্স নিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ জনাব মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক মামলায় গ্রেপ্তার কৃত আনিছুরকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।