মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে আজ সোমবার
০৩/০৪/২০২৩ ইং সকালে
আনুমানিক ১০ ঘটিকার সময় ডিবুয়াপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের মোঃ আইয়ুব আলী সিকদার (৫৫) পিতাঃ সেরজন সিকদার নামে এক কৃষক ধাঁন ক্ষেতের ভিতর গেলে বিদ্যুৎ এর তারে তার মৃত্যু হয়।
ঐ সময় সে কয়েক বার মা মা বলে চিৎকার করলে স্থানীয়
লোকজন দৌড়ে তার কাছে ছুটে যায় এবং তার ভাগিনা মিরাজ সহ ঘটনাস্থালে গিয়ে তাকে উদ্ধার করে, পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে লাশ ময়না তদন্তের জন্য পোস্ট মর্টেম এর মর্গে পাঠানো হয়, স্থানীয় লোকজন এর কাছে জানাযায় ডিবুয়াপুর একই ওয়ার্ডের মোঃ হাফেজ গাজী, পিতাঃ মোঃ ইয়াকুব গাজী পেশায় সে
কৃষি কাজ করে, তার ফসলী জমিতে ইড়ি ধাঁন দিলে, ইঁদুরে যাতে ধাঁন না কাটিতে পারে তার জন্য সে ঐ ধাঁন ক্ষেতে বিদ্যুৎ এর তার ব্যবহার করে মরন ফাঁদ
তৈরি করে, যা আইনের
পরিপন্থী সম্পূর্ণ বেআইনি।
এছাড়াও জানাযায় মৃত আইয়ুব আলী সিকদার রমজানের রোজা রেখেছিল এবং সে খুব ভাল মনের মানুষ ছিল, তাই
অএ এলাকায় সবার মনের ভিতর শোকের ছায়া নেমে এসেছে ।
Leave a Reply