নিজস্ব প্রতিবেদকঃ
টাংগাইলে গোপালপুর থানাধীন দরিসয়া গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন জুরানের চায়ের দোকানে মাদক সেবনকারীর আড্ডা দেখার কেউ নেই।অনেক দিন যাবত এই দরিসয়া গ্রামে বহিরাগত লোকজন এসে জুরানের চায়ের দোকানে মাদক সেবন করে আসিতেছে।কিছুদিন আগে মাদক সেবনকারীর কারণে এই জুরানের চায়ের দোকান গ্রামবাসী ক্ষীপ্ত হয়ে গোপালপুর থানাধীন হেমনগর তদন্ত কেন্দ্রে জানালে হেমনগর তদন্ত কেন্দ্রের এ এস আই আরিফ দোকানটি বন্ধ করে দেন। কিছুদিন পর আবার এ এস আই আরিফ আবার জুরানের চায়ের দোকানটি পুনরায় খুলে দেন। তারপরেও এখন আগের চেয়ে মাদক সেবনকারী বৃদ্ধি আরো বেশী হয়েছে।অতএব আসতে আসতে দরিসয়া গ্রামের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।যাতে করে এই দরিসয়া গ্রামে যুবসমাজ নষ্ট না হয়। এবং মাদক সেবনকারীদের গ্রামবাসী বারবার নিষেধ করার পরেও একের পর এক অপকর্ম চালিয়ে ঘুরে বেড়াচ্ছে।তাই দরিসয়া গ্রামবাসীর দাবি মাদক সেবনকারীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।