নিজস্ব প্রতিবেদক \
যশোর সদরের বসুন্দিয়ায় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শুক্রবার বিকালে বসুন্দিয়া মোড় বেলতলাস্থ্য সাইফুল ইসলামের ভবনের ছাদে কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বসুন্দিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি এ্যাডঃ নুরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি সাথে সাথে মৌলিক অধিকার পূণরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগাঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সহ- সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহীম, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান, ছাত্রদলের যশোর জেলা শাখার সভাপতি রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক কাজী তৌফিক এলাহী তনি, সদর উপজেলা ছাদলের আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজু আহম্মেদ।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদ বিশ্বাস, যুগ্ন সম্পাদক যথাক্রমে রেজাউল ইসলাম মোল্যা, নাজমুল হুদা, আকবার আলী, সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলের যুগ্ন আহবায়ক মশিয়ার রহমান, হুমাযুন কবীর লিটন, তুহিন খান, সদস্য সচিব ফিরোজ খান, সেচ্ছাবেকদলের আহবায়ক মেহেদী হাসান শাহিন, সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, যুগ্ন আহবায়ক কাজী মঞ্জুর এলাহী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ফেরদাউস হোসেন, সহ-সভাপতি নাঈম হোসেন, ছাত্রদলের শাহারিয়ার, উবায়দুর, মাহিম, হেলাল, রাহাদ হোসেন প্রমূখ।