নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার বার্তা সম্পাদক আবুল কাসেমকে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাসের বিরুদ্ধে ৩০ টি প্রকল্পে অর্থ আতসাতের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদদের কপি আবুল কাসেম তার নিজ ফেসবুক আইডিতে আপলোড করেন। বিষয়টি নজরে আসলে চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস বিডি খবর পত্রিকার বার্তা সম্পাদক আবুল কাসেমকে ম্যাসেঞ্জারে সংবাদটি মিথ্যা দাবি করে সাইবার নিরাপত্তা আইনে মামালা করার হুমকি দেন।
এ বিষয়ে বিডি খবর পত্রিকার বার্তা সম্পাদক আবুল কাসেম বলেন, আশিস কুমার বিশ্বাসের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দূর্ণীতি অভিযোগ আছে। তার বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ করা হবে।
Leave a Reply