নিজস্ব প্রতিনিধি
দি হাঙ্গার প্রজেক্ট এর গ্রাম উন্নয়ন দলের সদস্য ও ইউনিয়ন পরিষদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ২৩ মার্চ ২০২৩ ইং তারিখ মনোহরপুর ইউনিয়ন পরিষদ ও গ্রাম উন্নয়ন দলের মধ্যে মনোহরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোজিপুর গ্রাম উন্নয়ন দলের সভাপতি বাবু নিমাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মনেহরপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আক্তার ফারুক মিন্টু। ইউনিয়ন সমন্বয়কারী অমর রায় এর সঞ্চালনায় সভাটিতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর যশোর জেলার সমন্বয়কারী জনাব মো: গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হাফিজুর রহমান,ইউপি সদস্য উজ্জ্বল মন্ডল, শংকর মন্ডল, কামাল মোড়ল,মোস্তফা গাজী, আব্দুর রশিদ,সিরাজুল ইসলাম হাসিনা পারভীন,মনজুয়ারা খাতুন,আনিচুর রহমান উক্ত সভাটিতে গ্রাম উন্নয়ন দলের তাদের আগামী ২বছরের পরিকল্পনা উপস্থাপন করেন এবং পরিকল্পনা ব্যাস্তবয়নে ইউনিয়ন পরিষদ সহযোগিতা কামনা করেন। সমাপনী বক্তব্য চেয়ারম্যান সাহেব বলেন গ্রাম উন্নয়ন দলের কার্যক্রম কে আরো গতিশীল করবার জন্য অত্র ইউনিয়ন পরিষদ তাদের কার্যক্রমের সার্বিক সহযোগিতা করবেন এবং সবাই সময়ে তাদের পাশে থাকবেন।
Leave a Reply