মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২মার্চ বুধবার বিদ্যালয়ের প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দীপেন্দ্রনাথ ঝাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম দুলাল, সরকারী শিক্ষিকা দীপ্তি রাণী মোহান্ত সহ প্রমুখ।
বক্তারা পরীক্ষার্থীদের ভালো রেজাল্ট করার দিক নির্দেশনা দেন এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মারজি আক্তার ও দশম শ্রেণীর ছাত্রী মনামি রায় এবং শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন, দশম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান আশা।
ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন,অষ্টম শ্রেণীর ছাত্রী মারজি আক্তার
এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, যুথি রানী, মনিরা আক্তার, রত্না আক্তার।
আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের প্রত্যেকের হাতে ফাইল, কলম ও স্কেল দেওয়া হয়। পরে “নাচে গানে কিছুক্ষণ” এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,কর্মচারীবৃন্দ,ছাত্রীর মায়েরা ও সকল ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply