মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজ আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
সভায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশকিছু গুরুত্বপুর্ন পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।