মোঃ দেলোয়ার হোসেন সরকার জেলা ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল
সোভিয়েত বৈমানিক এবং নভোচারী ইউরি আলেক্সেইভিচ্ গ্যাগারিন ৷ তিনিই পৃথিবীর প্রথম মানব যিনি মহাকাশে ভ্রমণ করেন । ভস্টক-১ নভোযানে করে ১৯৬১ সালের ১২ এপ্রিল পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন এবং মহাকাশে অবস্হান করেন ১ ঘন্টা ৪৮ মিনিট । এর ফলে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং সোভিয়েত ইউনিয়নের নায়কে পরিণত হন । দেশে-বিদেশে বহু পুরস্কার এবং পদক লাভ করেন ।
প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন ১৯৩৪ সালের ৯ মার্চ জাটস্কের কাছে ক্লুসিনো গ্রামে (বর্তমান রাশিয়ার মোলেনস্ক ওবলাস্ট) জন্মগ্রহণ করেন । তার পিতা-মাতা অ্যালেক্সে ইয়ানোভিচ গ্যাগারিন এবং আন্না তিমোফিয়েভনা গ্যাগারিন একটি কৃষি খামারে কাজ করতেন ।
গ্যাগারিন ১৯৬৮ সালের ২৭ মার্চ একটি মিগ-১৫ প্রশিক্ষণ বিমান চালনার সময় দুর্ঘটনায় নিহত হন । তাঁর মৃতদেহ রেড স্কয়ারে ওয়ালস অফ দ্য ক্রেমলিনে সমাহিত করা হয় । তার সম্মানে ১৯৬৮ সালে জাটস্ক শহরের নাম পরিবর্তন করে তার নামানুসারে রাখা হয় । সোভিয়েত ইউনিয়ন তাঁর মহাকাশ ভ্রমণকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা প্রচলন করে ৷ মাত্র ৩৪ বছরের স্বল্প জীবনে অনন্য নজির স্হাপন করে ইউরি গ্যাগারিন চির ভাস্বর হয়ে আছেন ৷
আজ এই মহাকাশচারীর ৯০- তম জন্মদিনে স্মরণ করি সশ্রদ্ধায়।