আমার একমাত্র ছেলে পলাশ সরকার (২৬) গত ২৪ ফেব্রুয়ারি নড়াইল জেলার আউড়িয়া পশ্চিম পাড়ার তার কাকা শংকর বিশ্বাসের বাড়ি থেকে আনুমানিক সকাল ৭টার দিকে কাওকে কিছু না বলে কোথায় চলে যায়।
পলাশ সরকার কিছুটা মানসিক ভারসাম্যহীন। এর আগেও অনেক বার সে কাওকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে, কিন্তু খোঁজ খবর পেয়ে আবার তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে তার মায়ের মৃত্যুর কারণে পলাশের মানসিক সমস্যা আরো বেড়ে যায়।
এবার তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। পরে নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করেন পলাশ সরকারের পিতা শান্তন সরকার। সাধারণ ডায়রি নাম্বার (৩৫০) ০৯/০৩/২০২৩।
পলাশ সরকারের বর্ণনা: গায়ের রং শ্যামলা,মূখমন্ডল গোলাকার, উচ্চতা ০৫ ফুট ৬ ইঞ্চি,পরনে ছিল মেটে রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট।
যদি কোন স্বহৃয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে ০১৭৪৫৩৭৯১৬০ (পিতা শান্তন সরকার) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হইলো।
সন্ধান প্রার্থী শান্তন সরকার ,গ্ৰাম বসুন্দিয়া নাথ পাড়া, বসুন্দিয়া, কোতোয়ালি, যশোর। মোবাইল ০১৭৪৫৩৭৯১৬০।
Leave a Reply