তপন দাস
নীলফামারী প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য বাই-সাইকেলে রওনা দিয়েছেন নীলফামারীর এক যুবক।
৮ ই মার্চ বিকেলে নীলফামারী শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর এই যাত্রা শুরু করেন নীলফামারী সুজন (২৯) গণ প্রজাতত্নী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এর পৃষ্ঠপোষকতায় এবং সদর উপজেলা আওয়ামীলীগের সহযোগীতায় টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সুজন।
সুজন জেলা সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বাসিন্দা। সুজন দীর্ঘ
৫৬০ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ১৭মার্চ টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধি সৌধে পৌঁছাবে বলে জানান।
তার এই সাইকেল যাত্রা উপলক্ষে আজ সকালে নীলফামারী শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার এই দীর্ঘ পথ যাত্রার শুভ উদ্বোধন করেন নীলফামারী সদর উপজেলার চেয়ারম্যান জনাব শাহিদ মাহমুদ । এসম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।