মোঃ রাসেল মোল্লা
নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৮ মার্চ বুধবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটির সূচনা হয়।
র্যলি ও শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, তথ্য আপা রুমানা শারমিন। এ সময় মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা এবং কর্মজীবি নারী ও প্রশিক্ষণর্থী নারীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবসের তারিখ,প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব: লিঙ্গভেদাভেদ দূর করার জন্য এই দিনটি পালিত হয়।