নিউজ ডেস্ক
যশোরের মাছের ঘের থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের শেষাংশে ধোপাদী উলুবটতলা সংলগ্ন বিলের মধ্যে একটি মাছের ঘের থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উর করেছে অভয়নগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১ টায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘের মালিক ধোপাদী গ্রামের আজিজুর রহমান সরদার(৪৫) মাছের ঘেরে খাবার দিতে গিয়ে হঠাৎ ঘেরের মধ্যে লাশটি দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেন। অভয়নগর থানা পুলিশ সংবাদ পেয়ে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে সাবেক পৌর কাউন্সিলর ও যশোর জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্য রউফ মোল্লা জানান, এলাকার কেউ তাকে চেনে না। অন্য এলাকার বাসিন্দা।এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।, লাশ যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । এব্যাপারে তদন্ত করা শুরু হয়েছে।